বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

মঠবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 3:18 pm, বুধবার, ১৫ মে, ২০২৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনি প্রচারণা ঘিরে এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলা শেষে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (১৪ মে) দিনগত রাতে উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আনারস প্রতীকের সমর্থক আহত বাবলু তালুকদারের অবস্থা আশংকজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর দোয়াত কলম প্রতীকের সমর্থক আহত মোস্তফা খানকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষে আহতরা হলেন- মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামের রশিদ তালুকদারের ছেলে বাবলু তালুকদার(৩০), বড় শৌলা গ্রামের রশিদ তালুকদারের ছেলে বাদল তালুকদার (৩৫), সোনাখালী গ্রামের জালাল ফরাজীর ছেলে মামুন (১৯) , মিরুখালীর সোবাহান খানের ছেলে মোস্থফা খান (৫০) ও বাদুরা গ্রামের শাহ আলম খানের ছেলে মো. রাকিব (২৬)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে মঠবাড়িয়া সদরে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. বায়েজীদ আহম্মেদ পথসভা শেষে মিরুখালী বাজারে নির্বাচনি অফিসে বসেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আনারস প্রতীকের রিয়াজ উদ্দিন আহম্মেদের সমর্থকরা মিরুখালী বাজারে একটি মিছিল বের করে। তা দোয়াত কলম প্রতীকের অফিসের সামনে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় ধারালো অস্ত্র দিয়ে আনারস প্রতীকের তিন সমর্থকে গুরুতর জখম করে দোয়াত কলম প্রতীকের সমর্থকরা। এসময় দোয়াত-কলম প্রতীকের সমর্থক মিরুখালীর ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফ খানের বড় ভাই মোস্তফা খান হামলায় গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে নির্বাচনি মিছিলে যাওয়ার পথে দক্ষিণ সোনাখালী নামক স্থানে আনারস প্রতীকের সমর্থক কলেজছাত্র মামুনকে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com