বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

পরিবার বলছে, লিচুর বিচি গলায় আটকে রনির মৃত্যু

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 6:00 pm, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

দিনাজপুরের বিরামপুর খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় লিচুর বীজ আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সালমান রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।
শিশুটির মা সাজেদা খাতুন জানান, বেলা সাড়ে ১১টার দিকে রনি ও জীবন নামের দুই বন্ধু মিলে বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়।
কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে আসে উদ্ভট আচারণ করতে থাকে। এ সময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু রনির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর জান্নাতুন ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
তবে তার মুখে কিংবা গলায় লিচুর বিচি আটকে আছে কিনা এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।
স্থানীয় পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরী জানান,আমি ঘটনাস্থলে যাইনি তবে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে শিশুটি গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধ হয়ে মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com