সাভারের বিরুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে নারী, ধারালো অস্ত্র ও মাদকসহ স্থানীয় যুবলীগের সভাপতি আব্দুল হামিদকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার এক সহকারীর বাসায় অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বিরুলিয়ায় নারী নিয়ে অবৈধ কাজ করছিলেন আব্দুল হামিদ। খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে এক নারী দেহ ব্যবসায়ীসহ আটক করা হয় আব্দুল হামিদকে। এ সময় সেখান থেকে বিপুল পরিমান ইয়াবা, মদ, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আব্দুল হামিদের সহকারী স্বপনের বাসায়ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। সেখান থেকেও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব আরো বলেন, অভিযান শেষে হিসেব করে বলা যাবে কত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এদিকে, স্থানীয় সূত্র জানায়, আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি বিভিন্ন সময় বাইরে থেকে নারী ভাড়া করে এনে অনৈতিক কাজ করেন। প্রায় সময়ই মদের ও ইয়াবার আসর বসান। হামিদ প্রভাবশালী হওয়ায় তার এসব কাজের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com