বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

থানায় গিয়ে ওসিকেও পিটাইছি: উপজেলা চেয়ারম্যান প্রার্থী

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 5:39 pm, বুধবার, ৮ মে, ২০২৪

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. আছকির মিয়া বলেছেন, ‘আমি শ্রীমঙ্গলবাসীর ইজ্জত রক্ষার জন্য নির্বাচনে আসছি। সামরিক আইনেও আমি থানায় ঢুকে ওসিরে পিটাইছি। আপনারা সবাই জানেন। তিন দিন হাজত খাটলেও নিরপরাধ প্রমাণিত হয়ে বের হয়েছি।
গতকাল মঙ্গলবার (৭ মে) রাতে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া বাজারে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। তার এই মন্তব্যের পর এলাকায় আলোচনা-সমালোচনা ঝড় বইছে।
আছকির মিয়া এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এ নির্বাচনে আরো তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, জেলা কৃষক লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আফজল হক।
আছকির মিয়া আরো বলেন, ‘আমরা চাই, অপরাধমুক্ত সমাজ হোক। সমাজে কোনো অপরাধী না থাকুক।
মানুষ শান্তিতে থাকুক। মানুষের সমস্যা সম্মিলিতভাবে সমাধান করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com