মৌলভীবাজারের বড়লেখায় কয়েক দফায় ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে। এতে বড়লেখা পৌরসভাসহ শতাধিক ঘরের টিনশেডের চাল উড়ে যায়। ঘূর্ণিঝড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এলাকাটি ২২ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে কয়েক দফা কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে এ ঘটনা ঘট।
এ সময় বড়লেখা পৌরসভার টিনশেডের চাল উড়ে যাওয়ায় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে অফিসের ল্যাপটপ-কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্রসহ। তা ছাড়া শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, বড়লেখা পৌরসভা, সুজানগর, দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নসহ বড়লেখা পৌরসভায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং শতাধিক ঘরের টিন উড়ে যায়।
ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে প্রশাসন কাজ শুরু করেছে।
বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তারা কাজ করছেন।
বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, বড়লেখা পৌরসভার টিনশেড ঘরের চালা উড়ে গেছে। ফলে ল্যাপটপ-কম্পিউটারসহ অনেক মূল্যবান কাগজ ও জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।
পৌরসভা এলাকার বিভিন্ন কাঁচা ঘরবাড়ি পড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকার কাজ শুরু করেছি।