মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

কাজিপুরে মোহাম্মদ নাসিমের ৭৬ তম জন্মবার্ষিকী পালিত

টি এম কামাল :
  • আপডেট সময় : 4:10 pm, মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সফল মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭০ টি কওমী মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসার ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর বারোটায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শওকত আকবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
এসময় আরো বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাড়ে এগারোটায় দলীয় কার্যালয়ের সামনে প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী কুরআনখানি ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ নাসিম এমপি ২০২০ সালের ১৩ জুন ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকার বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা এবং এতিম খানায় খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়াও সিরাজগঞ্জে প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দিনব্যাপী কুরানখানি ও দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাসিম। তার বাবা শহীদ এম মনসুর আলী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের গঠিত বাংলাদেশ সরকারের অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
পারিবারিক জীবনে মোহাম্মদ নাসিম তিন সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী নাম লায়লা আরজুমান্দ। বড় ছেলে তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে ৬ বার নির্বাচিত হয়েছেন। ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে বিরোধী দলীয় চিফ হুইপ, ১৯৯৬ সালে আাওয়ামী লীগ সরকারের গণপূর্ত, ডাক, তার ও টেলিযোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ২০১৪ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com