খুলনার পাইকগাছায় কপিলমুনি সরকারি রাস্তায় প্রাচীর দিয়ে প্রভাবশালী শেখ আনারুল ইসলাম বিলাসবহুল বহুতল আবাসিক ভবন নির্মাণ করেছে। সরকারি রাস্তা থেকে অবৈধ প্রাচীর অপসারনে খুলনা-৬ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান নিকট লিখিত হস্তক্ষেপ কামনা করেছেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছখিনা বিবিসহ এলাকাবাসী। আবেদনের বিষয় আমলে নিয়ে সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান লিখিতভাবে জানান, মহিলা সদস্যের আবেদনের সত্যতা বিদ্যমান। আইনগত ব্যাবস্খগ্রহণের জন্য সুপারিশ করেন। উপজেলার কপিলমুনি সরকারি রাস্তা দখল নিয়ে প্রাচীর দিয়ে বিলাসবহুল আবাসিক ভবন নির্মাণ করছে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের মৃত শেখ আলাউদ্দিনের ছেলে প্রভাবশালী শেখ আনারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিস থেকে প্রাপ্ত আবেদনে উল্লেখ উপজেলার নাছিরপুর মৌজায় এসএ ২৭ খতিয়ান, দাগ ৪০১, সরকারি রাস্তা যাহা জনগণের ব্যবহার্য। কপিলমুনি কলেজ মোড় সংলগ্ন সরকারি রাস্তা উপর অবৈধভাবে প্রাচীর নির্মাণ করে এলাকার বিশালঅংশ জলাবদ্ধতা সৃষ্টিসহ স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ এলাকার লোকজনের যাতায়াতের বিঘœ সৃষ্টি করছে। রাস্তাটি দখলমুক্ত করার জন্য প্রথমে কপিলমুনি ইউপি চেয়ারম্যান বরাবর দরখাস্ত করিলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। পরবর্তীতে কপিলমুনি কলেজ অধ্যক্ষ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এ অঞ্চলের সুধীজন সহ শতাধিক গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর সম্বলিত একটি আবেদন সাবেক পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বরাবর দাখিল করিলে তিনি কপিলমুনি ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তাকে সরেজমিনে সরকারী রাস্তা কিনা সে বিষয় অবহিত করতে নির্দেশ দেন। কিš‘ তিনি আদৌ কোন ব্যবস্থা গ্রহণ না করায় পরবর্তীতে খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। জেলা প্রশাসক দপ্তর হতে রাস্তার উপর নির্মীত অবৈধ প্রাচীর উচ্ছেদের জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিনকে লিখিত নির্দেশনা দিলে উপজেলা সাবেক ভ‚মি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান (এসিল্যান্ড) গত বছর ১৬ নভেম্বর অবৈধ দখলকারী শেখ আনারুল ইসলামকে তিন দিনের মধ্যে অবৈধ প্রাচীর সরিয়ে নেওয়ার জন্য লিখিত নির্দেশ প্রদান করা সত্বেও কোন ব্যবস্থানা নেওয়ায় পরবর্তীতে ইউপি সদস্য উপজেলা ভ‚মি কর্মকর্তার সাথে যোগাযোগ করিলে তিনি অবৈধ প্রাচীর উ”েছদের বিষয়ে অপরাগতা প্রকাশ করেন। আবেদনে আরো উল্লেখ, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে অবৈধ দখলকারী আনারুল ইসলাম এলাকার প্রভাবশালী হওয়ায় তার প্রভাব প্রতিপত্তি ও অবৈধ তদবিরের কাছে সকল সরকারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ সরকারি রাস্তার উপর নির্মীত অবৈধ প্রাচীর অপসারণে ব্যর্থ হচ্ছে। দখলকারী উক্ত সরকারি রাস্তার জায়গা ইজারা গ্রহণের জন্য তদবির করছে বলে জানা যায়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন পাইকগাছা ভ‚মি কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করত অবহিত করার লিখিত আর্দেশ দেন।