মোংলা ইপিজেডে সংঘর্ষে শ্রমিকদের বিরুদ্ধে মামলা
মোংলা রপ্তানি প্রক্রিয়া এলাকা মোংলা ইপিজেড ভারতীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সংঘর্ষে ও ভাঙ্গচুরের ঘটনা ঘটে এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছেন, থানা সুত্রে জানাজায় ভি আই পি ইন্ড্রাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড নামিও প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম রাজু বাদী হয়ে,সোমবার
২৫.মার্চ, ২০২৪.ইংরেজি গবিররাতে মোংলা থানায় হাজির হয়ে ওই মামলা করেন এই মামলায় ০৪. চার নারী সহ ১০.শ্রমিকের নাম উল্লেখ করে আরও অজ্ঞেত
নামা, ৪০০.থেকে, ৫০০.জনকে আসামি করা হয়েছে। এজাহার নামীয় ১০,আসামি কে সোমবার ২৫.মার্চ দুপুরে, সংঘর্ষের সময় আটক করেছিলো পুলিশ পরে মঙ্গলবার, ২৬,মার্চ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন
বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকার সুমন হাওলাদার (০২) অমৃত মন্ডল (২৩) রহিমা বেগম (২৩) মোংলা শহরের বাতেন সড়কের নাসরিন জাহান ইভানা(২২) মোংলা উপজেলার উত্তর চাঁদ পাই গ্রামের সিফাত উল্লাহ শেখ (২২) সুন্দর বন ইউনিয়নের বাসতলা গ্রামের লিপি বেগম (৩৫) রামপাল উপজেলার, ফয়লা এলাকার, রুমানা আক্তার (১৮)
তেলিখালী এলাকার শেখ আবু ফাহাদ ((২০)
ডাকরা গ্রামের আজিজুল ফকির (২০) এবং
গোপিনাথ পুর গ্রামের মোঃ মাসুদ হাওলাদার (২১)
তারা সবাই, ভি,আই,পি ইন্ড্রস্ট্রিজের ছাটাই হওয়া
শ্রমিক, মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞেত, ৪০০ থেকে ৫০০,জনকে আসামি করে, ভি,আই,পি, কোম্পানির পক্ষ থেকে মামলা করা হয়েছে এজাহারে নাম উল্লেখ করা ১০, আসামি কে আদালতে সোপর্দ করা হয়েছে এ বিষয় তদন্ত করা হচ্ছে মোংলা ইপিজেড এ থাকা ভারতীয় মালিকানাধীন। ভি,আই,পি ফ্যাক্টরি থেকে ১ হাজার ৭৭৭,জন শ্রমিক কে , ১ মাসের অগ্রিম বেতন ও বোনাস দিয়ে সোমবার সকালে সাড়ে, ৯,টা থেকে
ছাটাই কার্যক্রম শুরু করে, এর প্রেক্ষিতে শ্রমিকরা
বিক্ষুদ্ব্দ হয়ে শ্রমিকরা আন্দোলন শুরু করেন এক পর্যায় বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের আন্দোলন
শুরু করেন আন্দোলন কারি শ্রমিকদের সাথে প্রথমে ভি আই পি নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ হয়, পরে, ভি,আই,পি নিরাপত্তা কর্মীদের সাথে বেপজা নিরাপত্তা কর্মী যোগ দিলে সংঘর্ষ আরও বৃদ্বি পায় পর্তিতে আনসার বাহিনী ও পুলিশ এসে যোগ দেন এই সংঘর্ষে
হয় এই ঘটনা অন্তত, ৩০,জন শ্রমিক আহত হয়ে
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শ্রমিক জানান এই মাহে রমজানের মাসে, সামনে একটা ইদ এই সময় আমাদের কে চাকরি চুত করা ঠিক হয়নি। আমাদের মা বাবা আছে এবং কারো করো ছেলে মেয়ে সংসার আছে এখন আমারা কোথায় যাবো চাকরি খুজতে কে বা কারা এই মুহুর্তে আমাদের চাকরি দিবেন এই সময়
মোংলা ও রামপালের সাংবাদিকরা উপস্থিত হলে কোন সাংবাদিক কর্মীকে সংবাদ সংগ্রহ করতে বাঁধা সিরিস্টি করেন এবং ইপিজেড এরিয়ার ভিতরে কোন সাংবাদিক কর্মী কে ঢুকতে দেয়নি।
ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাম রিপোটার সোসাইটি
মোংলা উপজেলা সভাপতি, এমরান হোসেন বাবুল
তিনি তিব্র নিন্দা প্রতি বাদ জানিয়ে বলেন দেশ বিদেশে শ্রমিক আন্দোলন করে থাকেন তার সমাধান ও হয়ে থাকে এই মাহে রমাজান মাস এবং সামনে ইদ অন্য দিকে দ্রব্য মুল্য লাগামহীন। এই মুহূর্তে শ্রমিকদেরকে ছাটাই না করে পুনরায় নিয়োগ দিয়ে চাকুরিতে বহাল করা হোক বলে জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সমাজ তান্ত্রিক
শ্রমিক জোট মোংলা শাখার সভাপতি জনাব, হাবিবুর রহমান মাস্টার বলেন এই মুহূর্তে এই শ্রমিক ছাটাই করা ঠিক হয়নি। এই ঘটনার জন্য ফেক্টোরি কতৃপক্ষ দায়ী শ্রমিকরা আন্দোলন করবে তারা আবার চাকরি ও করবেন, সব বিষয় কতৃপক্ষের বিবেচনা করতে হবে
এই বক্তব্যকে সমর্থন করে জাতীয় শ্রমিক জোটের মোংলা উপজেলা সাধারণ সম্পাদক, জনাব মোঃ মিজানুর রহমান বলেন শ্রমিকদের নামে মামলা তুলে নিতে হবে এবং পুনরায় শ্রমিকদের চাকুরীতে পুনরায় নিয়োগ দিতে হবে বলে দাবি জানান।
এবং এই ঘটনা কে দুঃখ জনক বলে জানিয়েছেন
তিনি বলেন শিল্প কল কারখানায়
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের বাগেরহাট জেলা সংঘটক, স্বপন কুমার অধিকারী। বলেন এমন ঘটনা দুঃখ জনক লজ্জা জনক বাস্তবতার উপর ভিত্তি করে শ্রমিক ছাটাই করা ঠিক হয়নি আমাদের জোর দাবি শ্রমিকদের পুনরায় চাকুরীতে নিয়োগ দিতে হবে
এবং শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ বা মামলা নিতে হবে। মোংলা ও রামপালের সাংবাদিকরা উপস্থিত হলে
কোন