মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:05 pm, মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের শুন্য রেখায় বিএসএফের ৬১ ব্যাটালিয়নের কম্পানি কমান্ডার যশবীর শিংয়ের হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন বিজিবির হিলি আইসিপি কম্পানি কমান্ডার সুবেদার ফজলুর রহমান। এসময় শুন্য রেখায় কর্তব্যরত দু’দেশের পুরুষ ও নারী বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান বলেন, ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
পক্ষান্তরে তারাও এক প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।’
তিনি আরো বলেন, ‘সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com