বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:09 pm, বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিলেটের গোলাপগঞ্জ ও কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৯।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মো. এনামুল হক (২৬), নবীগঞ্জের মো. মিজান (৩) ও মো. কাবিল মিয়া (৩৪)।
র‌্যাব জানায়, পৃথক অভিযানে ৭১০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৮৮৫ পিস ইয়াবা, ১৯৯ বোতল বিদেশী মদ ও ৭০ বোতলসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
এর মধ্যে, রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ বোতল বিদেশী মদসহ এনামুল হককে আটক করা হয়। অপরদিকে, রাত দেড়টার দিকের অভিযানে গোলাপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭১০ বোতল ফেনসিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা, ১৪৩ বোতল বিদেশী মদ ও ৭০ বোতল বিয়ার উদ্ধার পূর্বক মো. মিজান ও মো. কাবিল মিয়াকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com