সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয় বলেছেন, শিক্ষাক্ষেত্রে সকলে মিলেমিশে কাজ করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মধ্যদিয়ে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তাই এখানকার শিক্ষকদের দায়িত্ব অনেক। সেজন্য এখানকার শিক্ষকদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তারাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ‘মেধাবৃত্তি পুরস্কার ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
জয় বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে দক্ষতা নিয়ে মানুষ হওয়ার মানসিকতা গড়ে তোলার চেষ্টা করতে হবে। ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পরিহার করতে হবে। শিক্ষার সাথে তাদের অর্থনৈতিক সংকীর্ণতা একটি বড় চ্যালেঞ্জ এটি উত্তরণের জন্য উন্নত দেশের মতো নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে শিক্ষার পাশাপাশি অন্য যেকোনো ক্ষেত্রে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে। শিক্ষার্থীদের দেখতে হবে তারা কীভাবে নতুন কাজে দক্ষতা অর্জন করতে পারে এবং সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিগতভাবে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে, যাতে আমরা সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারি।
তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মেধাবৃত্তি পুরস্কার ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গোলাম রব্বানী, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন,
সাবেক শিক্ষার্থী মোশাররফ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র-ছাত্রীরা, শিক্ষক-কর্মচারী ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।
এমপি তানভীর শাকিল জয় বলেন, বাস্তব শিক্ষার সাথে মানিয়ে নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলাই জাতির পিতার স্বপ্ন ছিল। শিক্ষার্থীদেরকে নতুন নতুন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদেরকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।