অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে পরশু সকালে ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেন ওবেদ ম্যাককয়। ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার কাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেন। এদিন মিরপুরের উইকেট দেখে বেশ অবাকই হয়েছেন ম্যাককয়।
সাধারণত স্পিন সহায়ক উইকেট হিসেবেই মিরপুরের বেশি পরিচিতি।
ম্যাককয় জানালেন, তিনিও এমনটাই আশা করেছিলেন। তবে অবাক হয়েছেন বাউন্স দেখে, ‘বোলার হিসেবে উইকেট বাউন্সি ছিল বলব। আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি। আমরা ভেবেছিলাম হয়তো স্পিন সহায়ক উইকেট থাকবে।
যখন প্রথম বলটা করলাম, তখন দেখলাম অনেক বাউন্স করল। খুবই অবাক হয়েছি। অস্ট্রেলিয়ার উইকেটের চেয়েও বেশি বাউন্স ছিল।’
ম্যাককয় ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।
নিজের বোলিং নিয়ে ম্যাককয় বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে ৬-৮ মিটার লেন্থে (বল) রাখতে পছন্দ করি আমি। বলে বৈচিত্র্য আনার চেষ্টা করি, যাতে ব্যাটাররা চাপে পড়ে যায়। ব্যাটাররা সাধারণত সামনের পায়ে খেলতে চায়, তাদের পেছনের পায়ে খেলাতে চাই আমি।’
ম্যাককয়ের প্রথম ম্যাচে ৪০ রানের বড় জয় পেয়েছে বরিশাল। অবশ্য আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি।
বিপর্যয় কাটিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন মাহমুদ উল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। মাহমুদ ৭৩ রানে আউট হয়ে গেলেও সৌম্য ৭৫ রানে অপরাজিত ছিলেন। দুজনের ব্যাটিংয়ের প্রশ্ংসা করেছেন ম্যাককয়,‘আমার মনে হয় তখন উইকেট অতো বেশি বাউন্সি ছিল না। তারা স্মার্ট ক্রিকেট খেলেছে। লেন্থ বলের জন্য অপেক্ষা করেছে। পায়ের ব্যবহার করেছে ভালোভাবে। বোলারদের চাপে রেখেছে। দারুণ ক্রিকেটীয় সব শট খেলেছে তারা।’