বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি আরব। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেবে দেশটি। বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক শেষে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
এ জন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। গেল বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘খুব দ্রুত সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে।
প্রথম দফায় ৬০ জন দক্ষ কর্মী নেওয়া হবে।’
আলোচনার বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আজকে আমাদের সৌজন্য সাক্ষাৎকার ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে, সেটি সামনের দিনেও এগিয়ে যাবে। কর্মী পাঠানোর ক্ষেত্রেও আমরা দক্ষ কর্মী পাঠাবো।
এবং বৈধভাবে অর্থ দেশে আনব।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই এখন থেকে সৌদিতে দক্ষকর্মী পাঠাবো। আমাদের ১০৪টি টিটিসি রয়েছে। এরপরে বেসরকারি আরো ট্রেনিং সেন্টার হচ্ছে। আমরা কোনো অদক্ষ কর্মী পাঠাবো না।
আমরা ইতিমধ্যেই এর প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com