যশোরের শার্শা থানার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রফতারকৃত ব্যক্তিরা হলেন, ইব্রাহিম সরদার, সোহেল, ইমামুজ্জামান,ইসমাইল, আঃ সাত্তার, জাহুরুল ইসলাম, হোসেন আলী, হৃদয় হোসেন ইয়াছিন, মনিরুজ্জামান, মিম হোসেন, আরশাদুল ইসলাম।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।