হাল ছেড়ো না বন্ধু ফেসবুক পেইজের স্বত্বাধিকার, মিডিয়া ব্যক্তিত্ব চন্দা মাহজাবীন এঁর ব্যক্তিগত অর্থে কাউনিয়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিজপাড়া গ্রামে শহীদ মোফাজ্জল হোসেনের সূর্য মুখী বাসায় ওই এলাকার প্রায় দুই’শ গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শহীদ মোফাজ্জল হোসেনের দ্বিতীয় পুত্রজাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মোসাব্বের হোসেন, ভারতীয় নাগরিক সুনীল ঘোষ, অনিতা ঘোষ, গাজীরহাট মিলন সংঘের সভাপতি ও গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমানপ্রমুখ।
উল্লেখ, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মোসাব্বের হোসেন এঁর সহধর্মিণী হাল ছেড়ো না বন্ধু ফেসবুক পেইজের স্বত্বাধিকার, মিডিয়া ব্যক্তিত্ব চন্দা মাহজাবীন তার ব্যক্তিগত উদ্যোগে শহীদ মোফাজ্জল হোসেন এঁর সহধর্মিণী আজিজন নেছার নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সেখানে নিজপাড়া গ্রামের ৩০ শিক্ষার্থীকে বিনামূল্যে বই সহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে আসছেন। এছাড়া কাউনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করা ছাড়াও এলাকার অসহায় মানুষের মাঝে বস্ত্র, খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।