রংপুরের কাউনিয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৪ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার থেকে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টোল দিয়ে তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক এঁর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামানপ্রমূখ।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।