দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর ৪ কাউনিয়া – পীরগাছা নির্বাচনী এলাকার নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
শুক্রবার দুপুরে কাউনিয়া বালিকা বিদ্যালয় কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউনিয়া পীরগাছা নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, হারাগাছ পৌর সভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাকিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, জাতীয় দলের সাবেক ফুটবলার শহীদ মোফাজ্জল হোসেন এর পুত্র মোসাব্বের হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী হাসনা পারভীন মুক্তি প্রমূখ।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কার পক্ষে সকলকে কাজ করার জন্য আহ্বান করেন।