রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

সাকিবের গণসংযোগে প্রীতি ক্রিকেট ম্যাচ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 2:59 pm, শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার ভোর থেকেই গণসংযোগ শুরু করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। সকালে তিনি মাগুরা পৌরসভার নতুন বাজার সাহা পাড়া, কেশব মোড়, ইসলামপুর পাড়ায় গণসংযোগ করেন। পরে অংশ নেন নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায়।

গণসংযোগে তিনি বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও দোয়া চান। পাশাপাশি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। মানুষ তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। সাকিব আল হাসান ভোটারদের মাঝে প্রচারপত্র বিলি করেন।

সাকিব আল হাসান বলেন, ‘আমি রাজনীতি ও ভোটের মাঠে একেবারেই নতুন।
সে তুলনায় মানুষের স্মতঃর্স্ফূত সাড়া পেয়ে আমি বিস্মিত ও অভিভুত। তাদের উৎসাহ, উদ্দিপনা ও সহযোগিতা আগামী দিনের আমার পথ চলাকে সহজ করে দিবে। এখানে এসে বুঝেছি মাগুরা জেলা আওয়ামী লীগ একটি সু-সংগঠিত অবস্থানে আছে। সবাই এক সঙ্গে কাজ করছেন।
এ জন্যে আমার পক্ষে ভোটের মাঠে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। আশা করছি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। আমি মাগুরার জন্য অনেক কিছু করতে চাই। আশা করি এখনকার মানুষ সেই সুযোগ আমাকে দিবে।’

এরপর সাকিব আল হাসান যান মাগুরার ঐতিবাহী মোনানী মায়দান মাঠে।
সেখানে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রিকেটারদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ক্রিকেট লিজেন্ডকে ঘিরে ক্রিড়া ব্যাক্তিত্ব ও স্থানীয়দের মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠান।

এ সময় ক্রিকেটারদের পক্ষ থেকে সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সাকিবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, অভিনেতা সাব্বির আহমেদসহ মাগুরা জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সাকিব আল হাসান সেখানে বলেন, ‘আপনারা আমার খবুই কাছের মানুষ। আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’

পরে সাকিব আল হাসান নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায় অংশ নেন। তিনি ব্যাট ও বল হাতে নিয়ে ক্রিকেট খেলে সাধারণ মানুষকে মুগ্ধ করেন। পরে লিজেন্ড চাঁদের হাট, লিজেন্ড নবগঙ্গা, লিজেন্ড গড়াই ও লিজেন্ড মধুমতি দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com