বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালের কণ্ঠ
জনসম্পৃক্ততা না থাকলে কোনো রাজনৈতিক দল টিকে থাকে না। তাই একসময় বিএনপিও টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নিজের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কসবা উপজেলার বাদৈর ঈদগাহ মাঠে আয়োজিত সভায় এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে এমন একটি সংস্কৃতির জন্ম দিয়েছিল বিএনপি-জামায়াত, তাদের লোক হত্যাকাণ্ড ঘটালে এর কোনো বিচার হবে না।
আমরা ভয় পেতাম আমি-আপনি হত্যার শিকার হলে আমাদের ছেলে-মেয়েরা বিচার পাবে না। আমরা জানি, আমাদের পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার পাইনি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তিনি সরকারে এসে প্রথমেই এই বিচারগুলো করেছেন।
সভায় মন্ত্রী আরো বলেন, আজকে বাংলাদেশের যেকোনো নাগরিকের প্রতি অন্যায় হলে সেই বিচার হয়। প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে পেরেছেন যে তাদের প্রতি অন্যায় হলেও বিচার পাবেন।
কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কায়সার ভূইয়া, পৌর মেয়র গোলাম হাক্কানিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।