ধর্ষক সালাউদ্দিন এর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রহিমা আক্তার।
তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।আজ বুধবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক শামসুদ্দিন মোল্লা স্মৃতি মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমা আক্তার জানান
উক্ত সালাউদ্দিনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এবং পারিবারিকভাবে বিয়ের কথা হচ্ছিল। পরে ছলে বলে তারপর প্রভাবশালী বন্ধুদের সহযোগিতায় তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে সালাউদ্দিন তাকে বিয়ে করতে অস্বীকার করে। তিনি তার বিষয়টি সালাউদ্দিনের এলাকার চেয়ারম্যানকে অবগত করলেও সেখানে বিয়ের তারিখ দেয় এবং বারবার তা পরিবর্তন করে।
সংবাদ সম্মেলনে
ভুক্তভোগী রহিমা আক্তার এই ঘটনার বিচার দাবি করে তার প্রতিকার চেয়ে ফরিদপুর প্রেস ক্লাবে উক্ত সাংবাদিক সম্মেলন করেন।