মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

ফরিদপুরের দুইটি আসনে স্বতন্ত্র প্রার্থী ভোট করার ঘোষণা  আজাদ ও দোলনের

আবিদুর রহমান নিপু, ফরিদপুর :
  • আপডেট সময় : 5:48 pm, বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ফরিদপুর-১ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে. আজাদ।

সোমবার রাতে উভয় নেতা এই ঘোষনা দেন। ফরিদপুর-৩ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

গতকাল সোমবার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনের মিলনায়তনে তার সমর্থক নেতাকর্মীদের এক সভায় এ ঘোষণা দেন এ কে আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির , এডভোকেট বদিউজ্জামান বাবুল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য  শহিদুল ইসলাম নিরুসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সহস্রাধীক সমর্থক।  
সভা শেষে এ .কে. আজাদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফরিদপুর অঞ্চলে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারার সূচনা করেছেন সেটি অব্যাহত রাখতে ও আমার সমর্থকদের কথা বিবেচনা করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, শিল্প , শিক্ষা,  চিকিৎসা এসব খাতে কাজ করতে চাই আমি। বিশেষ করে শিল্পে পিছিয়ে পড়া এই অঞ্চলের শিল্প কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে আমার। অল্প শিক্ষিত ও শিক্ষিত বেকার সমাজকে কর্মসংস্থানের সুযোগ দিতে আমি রাজনীতিতে আগ্রহী হয়েছি। আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, সেটা না পেলেও আমি স্বতন্ত্র ভাবে সংসদ সদস্য হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই।

এদিকে দ্বাদশ জাতীয় নিবাচনে ফরিদপুর- ১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমান।
এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।  তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।


তার কর্মী সমর্থকরা মনে করেন, ফরিদপুর -১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) নির্বাচনী এলাকায় মানুষের সুখে দুঃখে সব সময় পেয়েছে দোলনকে।  বিশেষ করে করোনার মহামারিসহ নানা দূযোগে স্থানীয় এমপিকে পাশে পায়নি তারা। এসময় দোলনকে পেয়েছে। এবারে নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে দোলনকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে পারবে।
নির্বাচন করার প্রসঙ্গে আরিফুর রহমান দোলন বলেন, দীঘ এক যুগ ধরে চেষ্টা করেছি মানুষের সুখে দুঃখে পাশে থাকতে, তাদের ইচ্ছাই দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো।  মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা এবং ভোটের মধ্য দিয়ে আমি বিপুল ভোটে মধ্য দিয়ে বিজয়ী হতে পারব। আমি বিশ্বাস করি এলাকার সাধারন মানুষ আমার কষ্টের প্রতিদান দিবেন।
আওয়ামী লীগ সভাপতির নির্দেশ মোতাবেক আমি এবার নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসায় বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আমি শেখ হাসিনার কাছে এই আসনটি উপহার দিতে পারব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com