বিএনপির ডাকা দেশব্যাপী রাজপথ - রেলপথ- নৌপথ অবরোধ কর্মসূচীর সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এর অংশ হিসেবে আজ ফরিদপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পেট্রোল পাম্পের মোড় হতে
একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় উক্ত এলাকা প্রদক্ষিন শেষে পুনরায় আরম্ভস্থলে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শান্তি পূর্ণ ভাবে শেষ হয়।
সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সভাপতিত্বে
এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, যুগ্ম আহবায়ক শিবলী কাজী, ছাত্রদল নেতা রাশেদুল হাসান প্রমূখ।
সংক্ষিপ্ত পথ সভায়
বক্তারা অবরোধ সফল করার জন্য নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com