খুলনার পাইকগাছায় ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে র্যালী শেষে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য শেষে বঙ্গবন্ধু ও একুশে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, অধ্যাক্ষ ইউপি চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ, ওসি রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী। মঞ্চে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আঃ সালাম কেরু, কে এম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম ও আ. মান্নান গাজী প্রমুখ।