স্পোর্টস ডেস্ক:
অনেক নাটকীয়তা আর আলোচনা-সমালোচনার পর নিউজিল্যান্ড সফর থেকে ছুটি পেয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সাল থেকেই সাকিব বিভিন্ন সিরিজে নিয়মিত ছুটি নিয়ে আসছেন। সেবার তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাননি। চলতি বছরেও 'টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে' আইপিএল খেলবেন বলে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে ভরাডুবি হয়েছে বাংলাদেশের।
এবারও নিউজিল্যন্ড সফর উপলক্ষে 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে মৌখিক ছুটি চেয়েছিলেন সাকিব। কিন্তু গত শনিবার তাকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়। এর কিছু সময় আগে মিরপুর শেরে বাংলায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছিলেন, 'আনুষ্ঠানিকভাবে সে কিছু বলেনি, অনানুষ্ঠানিকভাবে আমাকে খবর দিয়েছে । আমি বলেছি না, আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, তারপরে দেখব। দেখি কী ব্যাখ্যা, কারণ তো একটা দিতে হবে।'
পাপনের বক্তব্য আর দল ঘোষণার এক ঘণ্টা পরেই সাকিব লিখিতভাবে ছুটির আবেদন করেন। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিবের ছুটি মঞ্জুর হয়েছে। তিনি আরও বলেন, 'যে কেউ যদি ছুটি চায় আমাদের কোনও আপত্তি নাই। আমরা আগাম জানতে চাই হঠাৎ একটা সিরিজের আগ মুহূর্ত হলে আমাদের জন্য সমস্যা। কারও যদি বিশ্রাম লাগে সেটা যাতে জানানো যায়।'
এমনিতেই বাংলাদেশের টেস্ট খেলার সুযোগ খুব একটা হয় না। তার ওপর নানা কারণে সাকিব বেশ কিছু টেস্ট মিস করেছেন। পরিসংখ্যান বলছে, সাকিব আল হাসানের অভিষেকের পর বাংলাদেশ ৮২টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে ২৩টি টেস্টে সাকিব খেলতে পারেননি। ক্যারিয়ারের প্রথম দশ বছরে সাকিব মিস করেছেন ৭টি টেস্ট ম্যাচ। শেষ পাঁচ বছর তিনি ১৬টি টেস্ট মিস করেন। দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম (৭৭), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসান (৫৯)।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com