
স্পোর্টস ডেস্ক:
ফুটবলার হিসেবে নাম করতে না পারলেও আন্তোনিও কাসানো নিয়মিতই নানা রকম বেফাঁস কথাবার্তা বলে আলোচনায় থাকেন। ইতালির সাবেক এই ফুটবলার এবার আলোচনায় এলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সমালোচনা করে। রোনালদোর সঙ্গে নাকি তার একবার হোয়াটসঅ্যাপে বেজায় কথা কাটাকাটি হয়েছিল। সেই সময় তিনি রোনালদোকে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছ থেকে শিখতে বলেছিলেন।
লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'টুইচ'-এ কাসানো বলেছেন, 'ক্রিশ্চিয়ানো আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিল, সে ক্যারিয়ারে যা যা জিতেছে তার জন্য আমি যেন ওকে সম্মান করি। ও যতগুলো গোল করেছে, যেভাবে তার দলগুলোর প্রতিনিধিত্ব করেছে, সেটার জন্য যেন আমি ওকে সম্মান করি। আমি ওকে বললাম, "তোমাকে অসম্মান করছি না, তবে বিশ্বে একজনই রোনালদো আছে আর সে হলো রোনালদো ফেনোমেনন (ব্রাজিল কিংবদন্তি)। আর মেসিও তোমার চেয়ে ভালো। এটার অর্থ এই না যে আমি তোমাকে অসম্মান করছি।" আমি ঠিকই বলছিলাম। মেসি আসলেই ওর চেয়ে ভালো।'
ইতালির সাবেক এই ফুটবলার আরো বলেন, 'এর পরও সে আমাকে মেসেজ পাঠাতেই থাকল।' তার বক্তব্য, 'আমার অনেক টাকা আছে। আমি ক্যারিয়ারে ৭৫০-এরও বেশি গোল করেছি। যেখানে তুমি গোটা ক্যারিয়ারে ১৫০টির মতো গোল করেছ।' আমি ওকে বললাম, 'আমি যা বলেছি সেটা আমার ব্যক্তিগত অভিমত। তোমার মতো খেলোয়াড় এমন কেন করবে? তোমার সব কিছু আছে। তুমি চুপচাপ থাকবে নিজের জীবন আর ক্যারিয়ার নিয়ে। বাইরের মানুষ কে কী বলল তা নিয়ে মাথা ঘামাও কেন? তোমার উচিত মেসিকে অনুসরণ করা। বাইরের মানুষ কে কী বলল না বলল তাতে সে একটুও পাত্তা দেয় না! আমাকে মেসেজও পাঠায় না!'
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com