রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

টচে জিতে ব্যাট, সাইফকে সাজঘরে ফেরালেন আফ্রিদি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:06 pm, শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপের যাত্রা। পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা। ম্যাচের শুরুতেই উদ্বোধনি জুটি ভাঙেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। সাইফ হাসানকে সাজঘরে ফেরান তিনি। আবিদ আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে, তিন চারের মারে ১২ বলে ১৪ রান করেন সাইফ।

এই ম্যাচে বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো উদীয়মান তারকা ক্রিকেটার ইয়াসির আলি রাব্বির। সাকিব আল হাসান না থাকার কারণে অলরাউন্ডার রাব্বিকেই সুযোগ দেওয়া হলো এই টেস্টে। দীর্ঘদিন দলে থাকার পরও একাদশে সুযোগ না পাওয়া রাব্বির অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। এছাড়া পাকিস্তান দলেও টেস্ট ক্যাপ পেয়েছেন আব্দুল্লাহ শফিক।

বাংলাদেশ দল:

সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন।

পাকিস্তান দল:

আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com