স্টাফ রিপোর্টার
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের শরিকল রাস্তা সংলগ্ন এলাকার জৈনক ছালাউদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুন) গৌরনদী মডেল থানা পুলিশ নিহত গৃহবধুর শরীরের চামড়া, নখ,কাটা আঙুলসহ কিছু আলামত উদ্ধার করলেও পুরো মরদেহ উদ্ধার করতে পারেনি। মরদেহ খুঁজে পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।
এ ঘটনায় ঘাতক স্বামী সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। সাকিল বগুড়া সেনানিবাসে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করতো। একবছর আগে প্রেম করে বিয়ে করে পরিবারের অজান্তে ওই বাড়িতে এসে ভাড়াটিয়া হিসেবে উঠে তারা। প্রাথমিকভাবে সাকিল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। ঘাতক সাকিলের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাপুর গ্রামে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক তদন্ত মো.তৌহিদুজ্জামান সোহাগ কালের কণ্ঠকে জানান,নিহত গৃবধুর হাতের কাটা চামড়া নখ,আঙুলসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। পুরো বডি এখনও পাওয়া যায়নি। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com