চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জুয়া খেলার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করার অপরাধে নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া হোসেনসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, নগদ ২ হাজার ৭৬০ টাকা ও ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চৈতন্য গলির মুনিরিয়া টাওয়ারের ৪র্থ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আবুল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রঞ্জু , মোঃ বাবু, মোঃ সাকিব, মোঃ শাজাহান মিয়া, মোঃ সুমন, মোঃ রবি হোসেন রণি , মোঃ শেখ ফরিদ, মোঃ মাসুদ , মোঃ আবু কালাম, মোঃ শহীদুল ইসলাম, মোঃ ইব্রাহীম ও মোঃ আকবর।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিয়াজউদ্দির বাজার এলাকা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, আবুল হোসেন লোক দিয়ে বসিয়ে জুয়া খেলার আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসত । আসামীদের মধ্যে সাকিবের বিরুদ্ধে ৪ টি মামলা ও সুমন প্রকাশ কালো সুমনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালকে পাঠানো হয়েছে বলেও জানানা তিনি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com