সিএনআই নিউজ : শাকিব খান ও বুবলী ব্যাংকক যাচ্ছেন। আসন্ন ঈদ উল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ওয়াজেদ আলি সুমন পরিচালিত 'ক্যাপ্টেন খান' ছবিটি। এই ছবির কাজ শেষ পর্যায়ে। এখন দু'টি গানের শুটিং বাকি রয়েছে। এর শুটিংয়ের জন্য থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন তারা। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
সেলিম খান বলেন, আজ দুপুর একটার ফ্লাইটে শাকিব-বুবলী ব্যাংকক যাচ্ছে। কবে ফিরবে সেটা এখনই বলা সম্ভব না। কেননা দুই গানের শুটিং বাকি রয়েছে। শুটিং সম্পন্ন হলেই শাকিব-বুবলীসহ টিম ফিরবে। সেখানের সমুদ্র সৈকত ও আশেপাশের সাইট সিন-এ শুটিং হবে।
সম্প্রতি রাজধানীর এফডিসিতে ক্যাপ্টেন খান ছবির শুটিং শেষ হয়। এরপরেই আন্তর্জাতিক পরিমণ্ডলে শুটিংয়ের জন্য দেশের যাইরে যাচ্ছে ছবির ইউনিট।
এদিকে ওয়াজেদ আলি সুমন জানান এরইমধ্যে ছবির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। ছবির দৃশ্যধারণ, ডাবিং শেষ হয়েছে। শুধু গানের কাজ বাকি রয়েছে। সেজন্য থাইল্যান্ড যাচ্ছি। এরপর ছবিটি সেন্সরে জমা দেয়ার পরিকল্পনা রয়েছে। ছবির কাজ ভালো হয়েছে। আসছে ঈদে ছবিটি দর্শকরা উপভোগ করবে বলে আশা করছি। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ছবিটি নির্মাণ করছেন নির্মাতা।
শাকিব ও বুবলী ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন পায়েল সরকার, সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু প্রমুখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com