
সিএনআই নিউজ : সবাইকে ছাড়িয়ে প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ডের ৭০তম আসরে সর্বোচ্চ ২২টি বিভাগে মনোনয়ন পেয়েছে টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’।
এদিকে, এরপরেই ২১টি বিভাগে মনোনয়ন পেয়ে শক্ত অবস্থানে আছে ‘স্যাটারডে নাইট লাইভ’ ও ‘ওয়েস্টওয়ার্ল্ড’। পাশাপাশি লিমিডেট সিরিজের মধ্যে ১৮টি মনোনয়ন জিতে এগিয়ে আছে ‘দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি’।
অন্যদিকে কমেডি সিরিজের মধ্যে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন জিতেছে ‘অ্যাটলান্টা’। চলতি বছর ‘এইচবিও’-কে পেছনে ফেলে সবচেয়ে বেশি মনোনয়ন জেতা প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’। সর্বমোট ১১২টি মনোনয়ন জিতেছে প্ল্যাটফর্মটি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com