
সিএনআই নিউজ : সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেনের যৌথ বিমান হামলার পর রোববার সকল পক্ষের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
দেশটি বলেছে, উদ্ভুত পরিস্থিতিতে তারা ব্যাপকভাবে উদ্বিগ্ন।
পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে এমন কোন পদক্ষেপ না নেয়ার আহ্বান জানিয়ে মালিয়েশিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে সিরীয় সমস্যার সমাধান হবে না। খবর সিনহুয়া’র।
আলোচনা ও সমঝোতার মাধ্যমে সিরীয় সংকটের একটি রাজনৈতিক সমাধানের উপায় বের করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।