সিএনআই নিউজ : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে চীনের একজন কর্মকর্তাকে শুভেচ্ছা এবং একইসাথে দুদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সরকারি সংবাদ মাধ্যম রোবাবার এ কথা জানিয়েছে।
কিম চীনের কমিউনিস্ট পার্টি সেন্ট্রাল কমিটির আর্ন্তজাতিক বিভাগের প্রধান সঙ তাওয়ের সাথে সাক্ষাত করেন। সঙ তাও উত্তর কোরিয়ার রাজধানীতে বসন্ত উৎসবে যোগ দিতে আসা শিল্পী দলের নেতৃত্ব দিচ্ছেন।
শনিবার রাজধানী পিয়ংইয়ং এ কিমের সাথে চীনা দলের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় বলে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়। খবর এএফপি’র।
সম্প্রতি কিমের চীন সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পরপরই চীনা শিল্পী দলটি পিয়ংইয়ং সফর করছে।
চলতি মাসে কিমের সাথে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সাথে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমের স্ত্রী শনিবার উত্তর কোরিয়া সফররত চীনের শিল্পী দলের একটি অনুষ্ঠান দেখেন বলেও বার্তা সংস্থা কেসিএনএ জানায়।
তবে অনুষ্ঠানটিতে স্ত্রীর সাথে কিম উপস্থিত ছিলেন না। মিসেস কিম একাই অনুষ্ঠানটি উপভোগ করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com