
সিএনআই নিউজ : আজ শনিবার পয়লা বৈশাখ। আরেকটি নতুন বছরের সূচনা। এ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন শনিবার সকালেই ‘ট্যুইট করে মমতা জানান, ‘আমার বাংলাদেশের ভাই ও বোনেদের জানাই নববর্ষের শুভেচ্ছা’।
সমস্ত বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ট্যুইট বার্তায় নরেন্দ্র মোদি জানান, ‘প্রত্যেক বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। এই নববর্ষ যেন প্রত্যেকের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। শুভ নববর্ষ’।
তবে বাংলাদেশে আজকের দিনটিতে পয়লা বৈশাখ উদযাপিত হলেও ওপার বাংলায় (পশ্চিমবঙ্গ) এই দিনটি পালিত হবে আগামীকাল রবিবার। এ উপলক্ষ্যে রাজ্য জুড়েই দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com