রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:54 am, বুধবার, ১৪ মার্চ, ২০১৮

bdp-himel1সিএনআই নিউজ : গাজা উপত্যকায় বিরল সফরে যাওয়ার সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান, আল জাজিরার।

খবরে বলা হয়, ইসরায়েল পেরিয়ে উপকূলীয় ছিটমহলে পৌঁছানোর কিছুক্ষণ পরই ওই হামলার ঘটনা ঘটে। রাস্তার পাশে পুঁতে রাখার বোমা বিস্ফোরতি হয়ে এ ঘটনা ঘটে। এসময় তিনটি গাড়ির দরজা উড়ে যায়। আর একটি গাড়ির দরজায় রক্তের দাগ দেখা যায়।

তবে অক্ষত আছেন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। পরে তিনি বহুপ্রতীক্ষিত পয়নিষ্কাশন প্লান্ট প্রজেক্টের উদ্বোধন করেন। ওই গাড়িবহরে ফিলিস্তিনের গোয়েন্দা কর্তৃপক্ষের প্রধান মাজেদ ফারাজও ছিলেন। তিনিও অক্ষত আছেন।

তবে কেউই তাৎক্ষণিকভাবে ওই হামলায় দায় স্বীকার করেনি। কিন্তু ফিলিস্তিনের কর্তৃপক্ষ এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে।

 

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/২১৩৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com