রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

ছত্রিশগড়ে মাওবাদী হামলায় নিহত ৯

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:49 am, বুধবার, ১৪ মার্চ, ২০১৮

pix-(1)সিএনআই নিউজ : ভারতের ছত্রিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় ৯ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ান নিহত হয়েছেন। নিহতরা সিআরপিএফ’এর ২১২ ব্যাটেলিয়নের সদস্য বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সুকমা-পালোডি সড়ক বরাবর এ বিস্ফোরণ ঘটে। মাওবাদী অভিযানে যাওয়ার পথেই সদস্যদের গাড়িটি মাওবাদীদেরই পাতা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-বিস্ফোরণের মুখে পড়ে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। বিস্ফোরণের ফলে সিআরপিএফ সদস্যদের মাইন প্রোটেকটেড ভেহিকল (এমপিভি)-টি মাটি থেকে ১০ ফুট উপড়ে উঠে তা ফের মাটিতে আঁছড়ে পড়ে।

এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে তিনি বলেন, ‘সুকমার হামলায় যারা শহীদ হয়েছেন সেই সব সাহসী সিআরপিএফ সদস্যদের ভারত স্যালুট জানায়…আমার চিন্তাভাবনা রইল সেই সব শহীদদের পরিবার ও বন্ধুদের প্রতি’।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ঘটনাকে ‘ভীষণ পীড়াদায়ক’ বলে আখ্যায়িত করার পাশাপাশি সিআরপিএফ’এর ডিজিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/২১৩৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com