সিএনআই নিউজ : প্রথমবারের মতো আগামী মাসে ল্যাটিন আমেরিকা সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেরু ও কলম্বিয়া সফর করবেন। খবর এএফপি’র।
ট্রাম্প আগামী ১৩ ও ১৪ এপ্রিল লিমায় আমেরিকা সম্মেলনে যোগ দিতে পেরু সফর করবেন। সম্মেলনে পশ্চিম গোলার্ধের দেশের নেতারা অংশ নিবেন।
শনিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, সেখান থেকে তিনি কলম্বিয়া সফরে যাবেন।
এ সম্মেলনে ট্রাম্প অংশ গ্রহণ নাও করতে পারেন বলে যে কানাঘুষা শুরু হয়েছিল এ ঘোষণার মধ্যদিয়ে তার অবসান ঘটলো।
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৯৭০
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com