সিএনআই নিউজ : জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সিরিয়ায় অবিলম্বে আরো ত্রাণবাহী গাড়ি বহর প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। পূর্ব গৌতায় বিমান হামলার কারণে ত্রাণ সরবরাহ ব্যাহত হওয়ার একদিন পর তিনি এমন আহবান জানালেন। খবর এএফপি’র।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস ‘সিরীয় কর্তৃপক্ষের সম্মতি অনুযায়ী’ যুদ্ধরত সকল পক্ষের প্রতি বৃহস্পতিবার পূর্ব গৌতার প্রধান শহর দৌমায় পুরোপুরিভাবে মানবিক ত্রাণ সামগ্রি প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে সোমবার বিমান হামলা ও গোলা বর্ষণ অব্যাহত থাকায় নিরাপত্তাজনিত কারণে ত্রাণকর্মীদেরকে ৪৬টি ট্রাকের মধ্যে ৩২টি ট্রাকের ত্রাণ সামগ্রি সরবরাহ করার পর ফিরে আসতে হয়েছে।
আঁখি আক্তার/সিএনআই নিউজ/৩৪৯৩
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com