সিএনআই নিউজ : আর তিনদিন পরেই আন্তর্জাতিক নারী দিবস। আর সৌদি আরবের নারীরা ক্রমশ স্বাধীন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সময় রবিবার আয়োজন করা হয় এই দৌড় প্রতিযোগিতার।
নারীদের খেলাধুলোকে আরও উন্নতশীল করতে আধুনিক চিন্তাধারাকে কাজে লাগাচ্ছে সৌদি। একশোরও বেশি নারী এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।
প্রতিযোগিতায় অধিকাংশ নারী বোরকা পড়ে যোগ দেন। সৌদি আরবে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম হন আল নাসার। তিনি জানান, ২০২০ সালে তিনি টোকিও অলিম্পিকে সৌদি আরবকে প্রতিনিধিত্ব করবেন।আয়োজক মালিক-আল-মৌসা বলেন, 'আয়োজনের কারণই হল দৌড়কে প্রচার করা এবং সুস্থভাবে বাঁচতে দৌড়ানো কতটা স্বাস্থ্যকর তা সকলকে জানানো।' সৌদি আরবের স্পোর্টস কর্তৃপক্ষ জানান, আগামী ৬ এপ্রিল পবিত্র শহর মক্কাতে আরও একটি নারীদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে।
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৯৫২
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com