সিএনআই নিউজ : সিরিয়ার আফরিন যুদ্ধে তুর্কি নারীরা অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে সংবাদসংস্থা ডেইলি সাবাহ। জানা গেছে, সিরিয়ার আফরিনে তুর্কি নারী যোদ্ধারা সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করছেন। সেখানে মোতায়েনকৃত সেনা ইউটিনগুলোর সার্বিক দেখাশুনার দ্বায়িত্বও পালন করছেন এইসব তুর্কি নারী।
তুরস্ক তার অভিযানের নাম দিয়েছে 'অপারেশন অলিভব্রাঞ্চ'। এই অভিযানে অংশ নেওয়া এসব নারী যোদ্ধার অনেকেই এর আগে 'অপারশেন ইউফ্রেটিস শেল্ড' এ অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। তাদের সঙ্গে এবার কয়েকজন নতুন নারী যোদ্ধা অংশ নিচ্ছেন।'অপারেশন অলিভব্রাঞ্চ' নামের অভিযানে আর্টিলারি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন তুর্কি নারী দিলেক আয়ান। হোয়েতজার নামের এক ধরণের অস্ত্র ব্যবহারের দায়িত্বে রয়েছেন তিনি। ওই অস্ত্র দিয়ে ৪০ কিলোমিটারের অভ্যন্তরের যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়।
সূত্র: ডেইলি সাবাহ
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৯২১
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com