রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

আফরিন যুদ্ধে এবার তুর্কি নারী যোদ্ধা!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:45 am, সোমবার, ৫ মার্চ, ২০১৮

91সিএনআই নিউজ : সিরিয়ার আফরিন যুদ্ধে তুর্কি নারীরা অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে সংবাদসংস্থা ডেইলি সাবাহ। জানা গেছে, সিরিয়ার আফরিনে তুর্কি নারী যোদ্ধারা সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করছেন। সেখানে মোতায়েনকৃত সেনা ইউটিনগুলোর সার্বিক দেখাশুনার দ্বায়িত্বও পালন করছেন এইসব তুর্কি নারী।

তুরস্ক তার অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন অলিভব্রাঞ্চ’। এই অভিযানে অংশ নেওয়া এসব নারী যোদ্ধার অনেকেই এর আগে ‘অপারশেন ইউফ্রেটিস শেল্ড’ এ অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। তাদের সঙ্গে এবার কয়েকজন নতুন নারী যোদ্ধা অংশ নিচ্ছেন।’অপারেশন অলিভব্রাঞ্চ’ নামের অভিযানে আর্টিলারি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন তুর্কি নারী দিলেক আয়ান। হোয়েতজার নামের এক ধরণের অস্ত্র ব্যবহারের দায়িত্বে রয়েছেন তিনি। ওই অস্ত্র দিয়ে ৪০ কিলোমিটারের অভ্যন্তরের যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়।

সূত্র: ডেইলি সাবাহ

 

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৯২১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com