
সিএনআই নিউজ : পোল্যান্ডের পোজনান এলাকায় বিস্ফোরণে বিল্ডিংয়ের একাংশ ধসে পড়ে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় দমকল বাহিনী সূত্রে জানা যায়, রবিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভবনটিতে ১৮টি অ্যাপার্টমেন্ট ছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, সোমবার থেকে তদন্ত কাজ শুরু হবে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ হতে পারে বলে অনুমান করছি। তবে নিশ্চিত নয়। তদন্তের পর সব জানা যাবে। আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে উদ্ধার কাজ সঠিকভাবে পরিচালনা করা।
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৯১৯
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com