
সিএনআই নিউজ : আফিকায় বুরকিনা ফাসোর রাজধানী তোগো শহরের সেনা সদর দফতর ও ফ্রাঞ্চ দূতাবাসের অদূরে বন্দুকের গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু দুর্বৃত্ত এসে গাড়ি থেকে বেরিয়ে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া আকাশের দিকে উড়তে দেখা যায়। কিন্তু এ হামলার সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত নয়।
ফ্রাঞ্চ রাষ্ট্রদূত টুটারে এক বার্তায় লেখেন, হামলা এখনো চলছে।
এই ব্যাপারে সে দেশের পুলিশ একটি বার্তায় জানায়, হামলাকারীদের বিপরীতে বিশেষ বাহিনী কাজ করছে।
শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৮৪৭
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com