রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল মোকাবেলায় প্রস্তুত দুদক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:56 am, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

dudok_jugantor_1সিএনআই নিউজ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি সোমবার রাতে পেয়েই রায় পড়ে শেষ করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক এর আইনজীবীরা।

মঙ্গলবার সকালে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ কথা জানান। এ রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি জামিন আবেদন ও রায়ের বিরুদ্ধে আপিল করেন, তা হলে তা মোকাবেলার জন্য দুদক প্রস্তুত আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া মামলায় অন্য আসামি তার ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করা হয়।

 

 

 

 

 

আঁখি আক্তার/সিএনআই নিউজ/২০৪২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com