রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

রাতে আইনজীবীদের বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:22 pm, সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

4555-1-20180219185321সিএনআই নিউজ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার রাতে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলীর ধানমণ্ডির বাসায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট জাকির হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।জাকির হোসেন ভূঁইয়া বলেন, আজ রাতের বৈঠকে সিনিয়র আইনজীবীরা রায়ের বিভিন্ন পয়েন্ট নিয়ে পর্যালোচনা করে আপিলের গ্রাউন্ড তৈরি করবেন। বৈঠকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দুদক আইন বিশেষজ্ঞ এডভোকেট আবদুর রেজাক খানসহ বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্যরা উপস্থিত থাকবেন।সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের পেশকার মো. মোকাররম হোসেন বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়ার হাতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত কপি বুঝিয়ে দেন।আদালতের পেশকার মো. মোকাররম হোসেন জানান, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান। রায়টি ছিল ৬৩২ পৃষ্ঠার। আজ রায়ের এক হাজার ১৭৪ পৃষ্ঠা সত্যায়িত কপি বেগম খালেদা জিয়ার আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়।গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানিমূলক পাঁচ বছর কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

 

 

 

 

শাহানাজ আক্তার/সিএনআই নিউজ/১৩৫২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com