রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

পরাজয়ের ভয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সরকার : ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:13 pm, সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

fokhrulসিএনআই নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার আগামী নির্বাচনে নিজেদের পরাজয়ের ভয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় অন্যায় ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করছেন। বর্তমান সরকার তার এ আন্দোলনকে ভয় পায় বলে তাকে কারাগারে পাঠিয়েছে। তারা চায় বেগম জিয়াকে কারাগারে রেখে আবারও একটি ষড়যন্ত্রমূলক একদলীয় নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া বাহিরে থাকলে আওয়ামী লীগ বিজয়ী হতে পারবে না।

আর সেই জন্য নিজেদের একদলীয় শাসনকে দীর্ঘায়িত করতেই মিথ্যা, সাজানো ও জাল জালিয়াতি করে তৈরি করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি দেশের কোনো মানুষ ভোট দিতে যায়নি। আওয়ামী লীগ অবৈধ ভাবে বিনা ভোটে ক্ষমতা দখল করেছে। এরপর দেশের সমস্ত প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত করেছে। দেশের মানুষের শেষ আশ্রয়স্থল বিচারালয়কেও এ সরকার নিজেদের করায়ত্ত করে রেখেছে। প্রধান বিচারপতিকেও অন্যায়ভাবে দেশ ছাড়তে বাধ্য করেছে।
মহিলা দলের নেতাকর্মীদের রাজপথে আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন। আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনবো। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, সাবেক এমপি হেলেন জেরিন খান।

 

 

 

 

আঁখি আক্তার/সিএনআই নিউজ/১৯৯৯

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com