বিশেষ প্রতিনিধি : রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালত প্রাঙ্গনে প্রবেশ করেছেন বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া।
বেলা দেড়টার একটু পরে তিনি আদালত প্রাঙ্গনে পৌছান। তার প্রবেশের আগে খালেদা জিয়ার গাড়ি বহরকে ঘিরে বিএনপি পন্থি আইনজীবিরা শ্লোগান দেয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যে খালেদা জিয়াকে আদালতে নিয়ে যাওয়া হয়।
আগে থেকেই আদালতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায় আজ। ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে এ রায় দেয়া হবে। বেগম খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে গুলশান-১, গুলশান-২, নাবিস্কো মোড়, পেরিয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল, হাইকোর্ট ও দোয়েল চত্বর হয়ে গাড়ী বহর নিয়ে ধিরে ধিরে বকশীবাজারের আদালতে পৌঁছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com