বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, ৫০ হাজার টাকা পায়নি ভুক্তভোগী পরিবার মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাহাড়ে অভিযান চলবে’-র‌্যাব মহাপরিচালক পাইকগাছায় সত্তর বছরের বৃদ্ধার আত্নহত্যা কাজিপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা  কুড়িগ্রাম ঘোগাদহে মাছের আড়তে হামলা করে লুটপাট কুড়িগ্রামের মোগলবাসায় সন্ত্রাসী তান্ডবে বাড়ি ভাংচুর, ৭ জন আহত সিরাজগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী  ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত কমপক্ষে ১১ জন মার্কিন নেতৃত্বাধীন জোট প্রত্যাহারে আলোচনায় একমত বাইডেন ও ইরাকি প্রধানমন্ত্রী

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:25 pm, রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ পালিত হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহরে উপজেলা চত্বরে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স ম বাবর আলী, নবনির্বাচিত চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, এসিল্যান্ড মো. আব্দুল আউয়াল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি তদন্ত রহমত আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক শিশুকিশোর অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি ও সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বর্ষবরণ অনুষ্ঠানে বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বৈশাখের সঙ্গে বাঙালির জীবনাচারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ এই উৎসবকে সর্বজনীনতা দিয়েছে। বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি যেন বাংলা নববর্ষের মাহাত্ম্যকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। পহেলা বৈশাখ আমাদের সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। অনুরূপভাবে বণিজ্যিক শহর কপিলমুনি সম্মিলিত নববর্ষ উদযাপন পরিষদ কেকেএসপি ব্যবস্থাপনায় র‌্যালী, পান্তা আসর, খেলাধুলার আয়োজন করে। উপজেলায় বৈশাখের পান্তা-ইলিশ, শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের খেলাধুলা, বৈশাখী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিনটি পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com