শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

কাজিপুরে দুবৃর্ত্তের আগুনে পুড়লো হাসপাতালের স্পিডবোট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:35 pm, সোমবার, ৪ মার্চ, ২০১৯

টি এম কামাল : দুবৃর্ত্তের আগুনে পুড়ে গেছে সিরাজগঞ্জের কাজিপুরের বিশাল চরাঞ্চলের চিকিৎসাসেবার বাতিঘরখ্যাত ‘আমিনা দৌলত জামান মানবসেবা হাসপাতাল’ এর স্পিডবোট। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আজ দুপুরে কাজিপুর থানায় একটি জিডি করেছেন। জিডি নং-৮৬, তারিখ-০৩/০৩/২০১৯।
থানায় দেয়া অভিযোগ ও স্বানীয় সূত্রে জানা গেছে, কাজিপুরের রেহাইশুড়িবেড় চরে গত ২০০৮ সালে ফুলেআরা ইমাম নামের এক গৃহবধু নিজের প্রচেষ্ঠায় ‘আমিনা দৌলতজামান মানবসেবা হাসপাতাল’ নামে তার নিজ বাড়িতে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সেখানে বিনামূলে চরের গবীর অসহায় মানুষেরা চিকিৎসা সেবা নিতো। মানবসেবার এমন বিরল দৃষ্ঠান্তের কারণে ২০১২ সালে চ্যানেল আই সাধক কিংবদন্তি পুরস্কার লাভ করেন ফুলে আরা ইমাম। পুরস্কারের সেই টাকা ও নিজের টাকা মিলে পরের বছর চরাঞ্চলের রোগীদের পরিবহণের জন্যে একটি স্পিডবোট ক্রয় করেন। কয়েকমাস পূর্বে যমুনাঘাট থেকে সেই বোটের ইঞ্জিনটি চুরি হয়ে যায়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটি ডায়েরি করেন। তখন থেকে বোটটি যমুনার ঘাটেই বাধা ছিল। গত রবিবার রাতে কে বা কারা সেই বোটটি আগুন দিয়ে পুড়ে ফেলেছে। ফুলেআরা ইমানের স্বামী আলহাজ্ব ডা. ইমাম হোসেন জানান, চরের মানুষের জন্যে লাভের আশা না করে দিনরাত কাজ করে যাচ্ছি। এই ঘটনায় আমি হতাশ। এমন ন্যাক্কারজনক ঘটনা চরের গরীব অসহায় রোগীদের মর্মাহত করেছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com