শেরপুর(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার শেরপুরের বাগড়া বস্তিপাড়া গ্রামে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ঘটনায় মামলার প্রেক্ষিতে সাকিব (২৩) কে আটক করে গতকাল সোমবার বিকেলে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা যায়, উপজেলা মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আতিক লায়লা (হিজড়া) গত ১৬ জানুয়ারি কুসুম্বি ইউনিয়নের বাগড়া বস্তিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাকিবের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে গত রোববার রাতে শেরপুর থানা পুলিশের এসআই প্রদীপ গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সাকিবের বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে আসে। গতকাল সোমবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, পর্ণোগ্রাফি আইনে মামলার আসামি সাকিবকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply