মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯ শতাংশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:07 pm, সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

2017-11-20_2_343530 (1)সিএনআই নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ১৯ শতাংশ লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়,সোমবার ডিএসইতে এক হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৮৭ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৯৭০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।এদিন মোট ৩২৪ টি কো¤পানির ৩৩ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ৪৯২ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১২.১৭ পয়েন্ট বেড়ে ৬৩১৯.১২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.২৩ পয়েন্ট কমে ২২৮৬.১২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৪৫ পয়েন্ট বেড়ে ১৩৯২.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৭ টির,কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো-এবি ব্যাংক লিঃ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা, শাহজালাল ব্যাংক লিঃ, সিটি ব্যাংক লিঃ, ব্র্যাক ব্যাংক লিঃ, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও আইডিএলসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো-মিথুন নিটিং, জেমীনি সী ফুড, এফএএস ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, এবি ব্যাংক লিঃ, ব্যাংক এশিয়া লিঃ, শাহজালাল ব্যাংক লিঃ, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও বে-লিজিং।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- প্যাসেফিক ডেনিমস, ডেল্টা স্পিনিং, খান ব্রাদার্স পিপি, অলিম্পিক এক্সেসরীজ, ইমাম বাটন,ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড,আমরা নেটওয়ার্ক, মুন্নু স্টাফলার, মিরাকেল ইন্ডাঃ ও ম্যাকসন স্পিনিং।

 

জাহিদুল ইসলাম অনিক/সিএনআই নিউজ/৩৫৪২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com